
এবিএনএ : সাড়ে ৩ হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারকে ধরে আনার দাবি উঠেছে জাতীয় সংসদে। সংসদের বিরোধী দলীয় হুইপ অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি বলেছেন, অর্থনৈতিক অবস্থা যত ভালো হচ্ছে দুর্নীতিও তত বেড়ে যাচ্ছে। এটা কঠোরভাবে দমন করতে হবে।
তিনি বলেন, অনেক মেয়ে পিকে হালদারের বান্ধবী হতে না পেরে আফসোস করছে। কারণ তারা (পিকে হালদারের বান্ধবীরা) এত (পরিমাণ) টাকা পেয়েছে। রওশন আরা মান্নান এমপি বলেন, হলমার্কের এমডি কাশিমপুর জেলখানায় তার বান্ধবীকে নিয়ে যেভাবে ফ্রিলি ঘুরাফেরা করছে, মনে হয় যেন একটা বিয়ে বাড়ি। এগুলো বন্ধ করতে হবে। সে টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো সেখানে আয়োজন করেছে। আর এই টাকাগুলো যদি তার নিজের হতো, তাও একটা কথা ছিল। এই টাকাগুলো ব্যাংকের লোন, ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে তারা এভাবে বান্ধবীদের পেছনে খরচ করছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। এগুলো বন্ধ না হলে ব্যাংকের দুর্নীতিও বন্ধ হবে না, মানুষের দুর্নীতিও কমবে না।
Share this content: