
এবিএনএ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে আমরা প্রথম থেকেই বলেছি- এটি কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মানুষ, সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক কিংবা হিন্দু, তারা ধর্মান্ধ নয়, তারা ধর্মভীরু, যার ধর্ম সে পালন করে।’ রোববার (১৭ অক্টোবর) শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিরা চেয়েছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। তারা পরিবারের একটি সদস্যকেও বেঁচে থাকতে দিতে চায়নি। তারা জানে যদি কেউ বেঁচে থাকে তাহলে তাদের সমস্যার মুখে পড়তে হবে। আমরা দেখতেই পারি বঙ্গবন্ধুর রক্ত যেখানেই গেছে সেখানেই গৌরব অর্জন করেছে। তার কন্যা আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। পুতুল অটিজম সম্পর্কে গবেষণা করে বিশ্বে আলোচনা সৃষ্টি করেছেন, টিউলিপ সিদ্দিকি লন্ডনের মতো জায়গায় সংসদ সদস্য হয়েছেন। বঙ্গবন্ধুর রক্ত যেখানেই গেছে সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
Share this content: