খেলাধুলা

বাংলাদেশ ওপেন গলফে রানারআপ সিদ্দিকুর

এবিএনএ : বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে পারের চেয়ে ১৩ শট কম খেলে রানারআপ হয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। অন্যদিকে পারের চেয়ে ১৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের জানেওয়াত্তানানোন্দ।
প্রথম রাউন্ডে ভালো করতে পারেননি দেশসেরা গলফার সিদ্দিকুর। হয়েছিলেন ২৯তম স্থানে। তবে শেষ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে দ্বিতীয় হয়েছেন তিনি। শনিবার শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেন সিদ্দিকুর। ১ নম্বর হোল থেকে রাউন্ডের শুরু করেন তিনি। পরের হোলেই দেখা পান বার্ডির। চার পারের এই হোলটি ভালোভাবেই শেষ করেন তিন পারে।
এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতেই তুলে নেন বার্ডি। ৫ ও ৬ নম্বর হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নম্বর হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। এরপর টানা ৫টি হোল পারের সমান খেলে ১৩ নম্বর হোলে এসে দিনের প্রথম বগির দেখা পান। তবে ১৪ ও ১৫ নম্বর হোল টানা বার্ডি নিয়ে খেলায় ফেরেন সিদ্দিকুর। ১৬, ১৭ নম্বর হোল পারের সমান খেলে ১৮ নম্বর হোলে বার্ডি করে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন সিদ্দিকুর।

Share this content:

Related Articles

Back to top button