বলিউড তারকাদের সঙ্গে উইলিয়াম ও কেট

এবিএনএ : ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও ও কেট মিডলটনের সঙ্গে দেখা গেল একঝাঁক বলিউড তারকার। সম্প্রতি ৬দিনের ভারত সফরে গেছেন এই দম্পতি। এসময়েই তাদের জন্য একটি রাত ছিল বলিউডের তারকাদের সঙ্গে। রবিবার,মুম্বাইয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়সহ প্রথম সারির তারকারা।
শাহরুখ-ঐশ্বরিয়া ছাড়াও তাদের স্বাগত জানান, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক করন জোহর। অনুষ্ঠানে আরও হাজির হয়েছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অর্জুন কাপুর, ও আলিয়া ভাট। ঋষি কাপুর ও নিতু সিংকেও সেই নৈশভোজে দেখা গিয়েছে। শংকর মহাদেবন তাঁর সুরের মূর্ছনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এরপর নাচ পরিবেশন করেন কোরিওগ্রাফার শিয়ামাক ডাভার।
তবে অসুস্থতার কারণে আসতে পারেননি বচ্চন পরিবারের অভিষেক বচ্চন। অনুষ্ঠানে অংশগ্রহণ করা শাহরুখ খান এক টুইট বার্তায় রাজদম্পতির প্রশংসা করে লিখেছেন, ‘ভীষণ অমায়িক। আজকের রাতটি রাজা ও রানির। এবং এ রাতটি “নাইট”-এর। আশা করি সব রাতই এমন হোক।’
এ্রর আগে রবিবার দিনে ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচে অংশ নেন কেট।
Share this content: