আমেরিকালিড নিউজ

ফের ট্রাম্পের তোপের মুখে গণমাধ্যম

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে ফের গণমাধ্যম। এবার বেজায় চটেছেন ট্রাম্প। এমনকি গণমাধ্যমকে হুশিয়ারি দিয়েছেন এই বলে যে, মিডিয়ার বাড়াবাড়ি বন্ধ না হলে বন্ধ করে দেওয়া হবে হোয়াইট হাউজের প্রাত্যহিক প্রেস ব্রিফিং।

এবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-য়ের প্রধান পদ থেকে জেমস কোমিকে হঠাৎ সরিয়ে দেওয়ার সংবাদকে যেভাবে বিশ্বের সামনে এনেছে মার্কিন মিডিয়া তাতেই চটেছেন ট্রাম্প। তাই এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এমনকি মার্কিন প্রেসিডেন্টের রোষের মুখে পড়েছেন সদ্য প্রাক্তন এফবিআই চিফ জেমস কোমিও। তাঁকে হুমকির সুরে ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে হওয়া কথাবার্তা গোপন রাখতে। মিডিয়ার সামনে তা ফাঁস না করতে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগসূত্রের ঘটনাটি সামলাতে অসফল হয়েছিলেন কোমি। তাতে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন তিনি। কোমিকে সরানোর পরে মার্কিন প্রেসিডেন্টের কাছে কথা শোনা গিয়েছে, নতুন এক অধ্যায়ের সূচনা। নতুন এফবিআই ডিরেক্টর খোঁজার কাজ অবিলম্বে শুরু করা হবে।

Share this content:

Related Articles

Back to top button