আমেরিকা
ফলাফল (ইলেক্টোরাল ভোট)

এক নজরে
- যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডনাল্ড জে ট্রাম্প
- আলাস্কায় জয়ী হয়েছেন ডনাল্ড ট্রাম্প (ইলেকটোরাল কলেজ ভোট ৩)
- আইওয়াতে (৬) জয়ী ট্রাম্প
- গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গরাজ্য জর্জিয়া (১৬) জিতলেন ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ টি ইলেক্টোরাল থেকে মাত্র ৩৮ ভোট দূরে ট্রাম্প।
- ওয়াশিংটনে ১২ ইলেক্টোরাল ভোট জিতলেন হিলারি
- অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা শেষমেশ ট্রাম্পের। এ অঙ্গরাজ্য থেকে তিনি পেয়েছেন মূল্যবান ২৯ টি ইলেক্টোরাল
- অরিগনে (৭) হিলারির জয়
- ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলিনায় (১৫) জয়ী ট্রাম্প
- ক্যালিফোর্নিয়ায় ৫৫ এবং হাওয়াইতে ৪ ইলেক্টোরাল জিতেছেন হিলারি, আইডাহোর ৪ ট্রাম্প শিবিরে
- আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য কলোরাডো (৯) জিতলেন হিলারি
- সুইং স্টেট ভার্জিনিয়ায় (১৩) জয়ী হিলারি
- গুরুত্বপূর্ণ ওহাইয়ো অঙ্গরাজ্য (১৮) জিতলেন ট্রাম্প
- নিউ মেক্সিকোতে (৫) জয়ী হিলারি, মিসৌরিতে (১০) ট্রাম্প।
- মনটানা অঙ্গরাজ্যের ৩ ইলেক্টোরাল ট্রাম্পের
- প্রত্যাশিতভাবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রন বজায় রাখলো রিপাবলিকান দল
- কানেক্টিকাট (৭) হিলারির, লুইজিয়ানা (৮) ট্রাম্পের।
- নিজের প্রচারণা দলকে ধন্যবাদ দিলেন হিলারি। বললেন, ‘ফল যাই হোক না কেন, সবকিছুর জন্য ধন্যবাদ’।
- টেক্সাস (৩৮) ও আরকানসাস (৬) ট্রাম্পের ঘরে।
- ক্যানসাস (৬), নেব্রাসকা (৫), ওয়াইয়োমিং (৩), নর্থ ডাকোটা (৩) ও সাউথ ডাকোটা (৩) জিতেছেন ট্রাম্প।
- নিউ ইয়র্কে জিতলেন হিলারি। পেলেন ২৯ ইলেক্টোরাল।
- সাউথ ক্যারোলাইনা আর আলাবামা জিতলেন ট্রাম্প। উভয় রাজ্যে রয়েছে ৯টি করে ১৮টি ইলেকটোরাল ভোট। প্রত্যাশিত ফল।
- গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই
- লস অ্যাঞ্জেলসে ভোটেকেন্দ্রের কাছে গুলি, নিহত ১
- হিলারি জিতেছেন ইলিনয় (২০), ম্যাচাচুসেটস (১১), রোডস আইল্যান্ড (৪), নিউ জার্সি (১৪), ম্যারিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ওয়াশিংটন ডিসি (৩)। সবকটিই প্রত্যাশিত জয়।
- ট্রাম্প জিতেছেন টেনিসি (১১), মিসিসিপি (৬) ও ওকলাহোমা (৭)। প্রত্যাশিত জয়।
- একসঙ্গে সাতটি রাজ্যে জিতেছেন হিলারি। আর ট্রাম্প জিতেছেন আরও ৩টি।
- ফ্লোরিডায় ভালো ব্যবধানে এগিয়ে হিলারি।
- ওয়েস্ট ভার্জিনিয়া রিপাবলিকান ঘেঁষা অঙ্গরাজ্য। প্রত্যাশিতভাবেই জিতেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাষ।
- ওয়েস্ট ভার্জিনিয়ায় জিতলেন ডোনাল্ড ট্রাম্প। পেয়েছেন পাঁচটি ইলেকটোরাল ভোট।
- “জিততে হলে, ‘মিরাকল’ ঘটাতে হবে আমাদের,” বলেছেন ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী। সূত্র: সিএনএন।
- ফ্লোরিডার রক্ষণশীল অংশ থেকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছেন হিলারি, এমনকি বারাক ওবামার চেয়েও ভালো। বারাক ওবামা এ রাজ্যে জিতেছিলেন।
- অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাষ। এ রাজ্যে না জিতলে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কার্যত শূন্যের কোঠায়।
- প্রত্যাশিতভাবেই ট্রাম্প রিপাবলিকান ঘেঁষা ইন্ডিয়ানা (১১) ও কেন্টাকি (৮) রাজ্য জিতবেন বলে এপি’র অনুমান। হিলারির ঘরে বার্নি স্যান্ডার্সের অঙ্গরাজ্য ভারমন্ট (৩)।
- কেন্টাকি, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প। এখনও ভোট গণনা চলছে।
- তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাজ্য নর্থ ক্যারোলাইনার ডারহাম কাউন্টিতে ভোটগ্রহণের সময় ২ ঘন্টা বাড়াতে আদালতের শরণাপন্ন হয়েছে একটি গ্রুপ। ভোটিং মেশিনের ত্রুটির কারণে সেখানে ভোটগ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। মামলার আবেদন গৃহীত হলে, এ অঙ্গরাজ্যে ভোটের ফলাফল জানতে দেরি হবে।
- রিপাবলিকান দলের প্রাইমারি প্রার্থী সিনেটর লিন্ডসে গ্রাহাম ভোট দিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী ইভান ম্যাকমুলিনকে
- ট্রাম্পের ওয়েবসাইট সাময়িকভাবে হ্যাকড। ওয়েবসাইটে ‘হিলারি উইন্স’ লিখে গেছে হ্যাকার!
- ফলাফল পর্যবেক্ষণ করতে পরিবারসমেত ম্যানহাটনের বিলাসবহুল হোটেল পেনিনসুলায় অবস্থান করছেন হিলারি ক্লিনটন। এখান থেকে ট্রাম্প টাওয়ার দুই মিনিটের পথ।
- প্রেসিডেন্ট পদে কাউকেই ভোট দেননি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ
- প্রথম অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হতে বাকি এক ঘণ্টা
- ফলাফলের অপেক্ষায় হিলারি ও ট্রাম্প উভয়ে এখন নিউ ইয়র্কে। দুই শিবিরের সদরদপ্তরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
- আমার প্রত্যাশা আজ আমরা ডনাল্ড ট্রাম্পকে হারাবো, শোচনীয়ভাবে হারাবো: ভোট দেয়ার পর বার্নি স্যান্ডার্স
- নেভাদায় নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ
- ট্রাম্প পুত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল
- ভোটের আগে বাস্কেটবল খেলায় ব্যস্ত ওবামা
- মায়ের জন্য ভোট দিতে পারাটা জীবনের সবথেকে বড় সম্মান: চেলসি ক্লিনটন
- ফ্লোরিডায় দুই নির্বাচনী কর্মী বহিস্কার
- এবারের নির্বাচনে আগাম ভোটের রেকর্ড
- গুয়াম দ্বীপে জিতেছেন হিলারি
- ভোট দিলেন ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স
- শীর্ষ রিপাবলিকান কৌশলবিদ অ্যানা নাভারো ভোট দিয়েছেন হিলারিকে
- নিউ ইয়র্কে স্বস্ত্রীক ভোট দিয়েছেন ট্রাম্প
- মিশিগানে ভোটিং মেশিনে ত্রুটির অভিযোগ
- নিউ ইয়র্কে ভোট দিয়েছেন ক্লিনটন দম্পত্তি
- গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়ে দিয়েছেন ৬৪ লাখ
- ফক্স নিউজকে ট্রাম্প, ‘আমরা অনেকগুলো রাজ্য জিতবো’
- সুইং স্টেট ফিলাডেলফিয়ায় হিলারির পক্ষে ওবামার সমাবেশ
- ভোট দিয়েছেন শীর্ষ ট্রাম্প সমর্থক নিউ জার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি
Share this content: