
এবিএনএ: ডাকসু নির্বাচন সামনে রেখে প্রায় ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন তারা। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে সংগঠনের ১০ জন নেতা প্রথমে সেখানে যান। এরপর যোগ দেন আরও কয়েকজন নেতাকর্মী। ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি ও ছাত্রদলের অবস্থান জানাতে আজ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।
Share this content: