প্রকাশ্য দিবালোকে দরজার তালা ভেঙে সাংবাদিকের বাসায় চুরি

এবিএনএ : রাজধানীর মুগদা থানার দক্ষিণ মানিকনগরে মেহেদী হাসান নামক এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার যে কোনো সময়ে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬৫ হাজার টাকা, ক্যামেরা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার ৫ শত টাকার মালামাল চুরি করেছে। ভুক্তভোগী জাতীয় দৈনিক আজকের সংবাদ ও সাপ্তাহিক বাংলার ধারাচিত্র পত্রিকার সাংবাদিক মো: মেহেদী হাসান। তিনি অফিসিয়াল এ্যসাইনমেন্ট কাভার করতে বাসা থেকে বাইরে যান। এই ফাঁকে তার ফ্ল্যাটে চুরি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দক্ষিণ মানিকনগর, মুগদা থানার ৭১/১, নম্বর বাড়ির ৭ তলা বাড়ির ৬ তলার ফ্ল্যাটে সপরিবারে থাকলেও পরিবারের অন্যান্য সদস্যরা মহামারী করোনার ভাইরাসের কারনে গত ১১ জুন গ্রামের বাড়িতে যান। তিনি শুক্রবার বিকালে অফিসিয়াল এ্যসাইনমেন্টে বাসা থেকে বাহিরে যান। শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক হাজী আবুল হোসেন তার কাছে ফোন করে জানান যে তার ফ্ল্যাটের দরজা বাইরে থেকে খোলা। ভিতরে বিভিন্ন কক্ষের সব জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন যার নং-১৩, তারিখ ১১ জুলাই, ২০২০ খ্রি:, ধারা ৪৫৪/৩৮০ দ:বি: রুজু হয়েছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
Share this content: