জাতীয়বাংলাদেশলিড নিউজ

পুরোহিত হত্যায় দায় স্বীকার আইএসের

এ বি এন এ : বাংলাদেশের ঝিনাইদহে সদর উপজেলায় পুরোহিত হত্যায় আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার দুপুরে সাইট ইন্টিলিজেন্সের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’-এ এই হত্যার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে ঝিনাইদহের সদর উপজেলার করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতর হামরা শিকার হন আনন্দ গোপাল।
সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, মোটর সাইকেলে করে আসা তিনজন পুরোহিতের ওপর হামলা করে। তারা প্রথমে  বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। জবাই করে হত্যার পর মোটর সাইকেলে করে চলে যায়। ঘটনা দেখে মনে হচ্ছে জঙ্গিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

Share this content:

Back to top button