আমেরিকা

পিতার সাফল্য কামনায় মন্দিরে ট্রাম্প পুত্র

এবিএনএ : মাঝে মাত্র একটি ছুটির দিন রবিবার। তারপরেই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। কার দখলে যাবে হোয়াইট হাউস? রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতাশীল ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। এই নিয়ে আলোচনায় মগ্ন গোটা বিশ্ব। এরই মধ্যে পিতার জয়ের প্রত্যাশায় ফ্লোরিডার এক মন্দিরে পূজা দিলেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক।   অন্যদিকে শেষ সময়ে বিভিন্ন নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। আর এই পরিস্থিতিতে ডেমোক্রেটিকদের জন্য নিরাপদ অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচার চালাচ্ছেন দলটির প্রার্থী হিলারি ক্লিনটন। এরই মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে আগাম ভোট পড়েছে তিন কোটি ৭০ লক্ষ। তবে এখন পর্যন্ত পাওয়া ভোটে কোন প্রার্থী এগিয়ে সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনও জানা যায়নি।

Share this content:

Back to top button