এবিএনএ: পাকিস্তানের পার্লামেন্টের নিস্ন কক্ষে নতুন স্পিকার নির্বাচন করেছে শাহবাজ শরিফের জোট সরকার। পার্লামেন্টের ২২তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ১৯তম প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা পারভেজ আশরাফ।
স্পিকার পদের জন্য পারভেজ আশরাফ ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হন। স্পিকার নির্বাচিত হওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ (পিএমএল-এন) এর নেতা আয়াজ সাদিক পারভেজ আশরাফকে শপথ পাঠ করান।
শপথ বাক্য পাঠের পর নতুন স্পিকার হিসেবে বক্তব্য দেন পারভেজ আশরাফ। এই পদের জন্য যোগ্য মনে করে নির্বাচিত করায় শাহবাজ শরিফ এবং নিজ দলের অন্যান্য নেতাদের ধন্যবাদ জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণের কয়েক মিনিট আগে পাকিস্তান পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। তখন থেকে স্পিকারের পদ খালি ছিল। আস্থাভোট পরিচালনার জন্য সাময়িকভাবে স্পিকারের দায়িত্ব পালন করেন আয়াজ সাদিক। পিএমএল ও পিপিপি যৌথভাবে ইমরান খানের পতনে ভূমিকা রেখেছে।
Share this content: