আন্তর্জাতিকলিড নিউজ

পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ করবেন নেতানিয়াহু

এবিএনএ: পুনরায় নির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতি ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে ডানপন্থি দলগুলোর জোটের হয়ে লড়বেন নেতানিয়াহু। এই দলগুলো পশ্চিম তীরের একটি অংশকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের ইহুদি বসতি অবৈধ। ইসরায়েল এর সঙ্গে বরাবরই দ্বিমত পোষণ করে আসছে। ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে গত মাসে সিরিয়ার কাছ থেকে ১৯৬৭ সালে কেড়ে নেওয়া গোলান মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, কেন তিনি পশ্চিম তীরের বিশাল বসতি এলাকা পর্যন্ত ইসরায়েলের সার্বভৌমত্ব সম্প্রসারণ করছেন না। জবাবে নেতানিয়াহু বলেন,‘আপনি জিজ্ঞেস করছেন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি কি না-উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে যাব।’ তিনি বলেন, ‘আমি (ইসরায়েলি) সার্বভৌমত্ব সম্প্রসারণ করতে যাচ্ছি এবং আমি বসতি ব্লক ও বিচ্ছিন্ন বসতিগুলোর মধ্যে পার্থক্য করি না।’

Share this content:

Back to top button