
এবিএনএ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের উপর বারবার কেন হামলা করা হচ্ছে এ নিয়ে জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া নুরের ওপর বারবার কেন হামলা হচ্ছে সেটিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে সোভিয়েত এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার নিজেরই প্রশ্ন নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? আপনারা যদি এটির কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। আর নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখব।’ ভিপি নুর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। তার নেতৃত্ব দিচ্ছে নুর। ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে।’
‘যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃংখল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করব যাতে করে ভবিষ্যতে রাজনৈতিক নেতাশূন্য না হয়ে পড়ে।’
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘ডাকসু ভিপি নুরের ওপর নয়বার না দুইবার হামলা হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো তার ওপর হামলা হবে কেন? আমি যেটি বলতে চাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। ইউনিভার্সিটির যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা প্রবেশ করে। কাজে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করে।’
হামলার ঘটনায় যদি কেউ মারা যেত তাহলে এর দায়ভার কে নিত এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তাহলে আমরা সেটি নিতে পারব। এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদেরকে ঘটনায় দেখা গেছে তাদেরকে অবশ্যই ধরা হবে।’
Share this content: