আমেরিকালিড নিউজ

নীরবে টিকা নিয়েছেন ট্রাম্প ও মেলানিয়া

এবিএনএ : হোয়াইট হাউজে থাকতেই নীরবে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার ট্রাম্পের একজন উপদেষ্টা এনবিসি নিউজকে এ তথ্য দিয়েছেন। তবে তাদেরকে কোন কোম্পানির টিকা দেয়া হয়েছে সে বিষয়ে পরিষ্কার জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন ইসরাইল ন্যাশনাল নিউজ। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ট্রাম্প ও মেলানিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হন। ট্রাম্প হাসপাতালে ভর্তির পর সুস্থ হলেও, মেলানিয়াকে হাসপাতালে যেতে হয়নি। চিকিৎসার সময় ট্রাম্পকে পরীক্ষামূলক অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়েছিল। এর প্রস্তুতকারক রিজেনারন ফার্মাসিউটিক্যালস।

তাদের উৎপাদিত ওষুধ আক্রান্ত ব্যক্তিকে ভয়াবহভাবে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করে। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ট্রাম্প একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। তাতে তিনি ওই ওষুধ কোম্পানির অ্যান্টিবডির প্রশংসা করেন। ট্রাম্প ও মেলানিয়া পর্দার অন্তরালে টিকা নিলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু তা করেননি। তিনি ক্যামেরার সামনে টিকা নিয়েছেন। ওদিকে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ফাইজার আবিষ্কৃত টিকার দুটি ডোজ নিয়েছেন। এর মধ্য দিয়ে এই টিকা নিরাপদ এবং কার্যকর এমন আস্থা সৃষ্টির চেষ্টা করেছেন তিনি। প্রকাশ্যে টিকা নিয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button