
এবিএনএ: ঢাকা মহানগর কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপদে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন নগরবাসী। তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে নগরবাসী ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়ে নিজ গন্তব্যে ফিরে গেছেন। রবিবার রাজধানীর তেজগাঁও সরকারি কলেজে স্থাপিত ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
কমিশনার বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর আমরা ১০০টির বেশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছি। নগরীর প্রতিটি কেন্দ্রে নগরবাসী নির্ভয়ে, শান্তিপূর্ণ পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোন সমস্যা হয়নি। তিনি বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্ট ও পোলিং এজেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। আছাদুজ্জামান মিয়া বলেন, প্রতিটি কেন্দ্র ও এলাকায় পর্যাপ্ত ফোর্স ডিউটি করছে। নির্বাচনকে ঘিরে আমরা সমন্বিত ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আচারণবিধির কোন লঙ্ঘন নেই। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স বলেও জানান তিনি। ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Share this content: