নিজের সেক্স লাইফ নিয়ে মুখ খুললেন সালমান!

এ বি এন এ : সাংবাদিকদের প্রশ্নের জবাব রহস্য করে দিতেই ভালবাসেন তিনি। কখনও বা তাতে মিশে থাকে সূক্ষ্ম মজাও। বিশেষত সে প্রশ্ন যদি তার বিয়ে নিয়ে হয়, তা হলে একেক বার একেক রকম উত্তর দেন। তিনি বলিউড সুপারস্টার সালমান খান। এবার তিনি জানালেন, ‘‘যৌনতা আর বিয়ে এর কোনটাই এখনও আমার জীবনে ঘটেনি।’’ সম্প্রতি ‘ফ্রেকি আলি’-র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন সালমান খান। সেখানে তাকে ফের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আর তার জবাবে সালমান জানালেন, সেক্স আর বিয়ে কোনটাই তার জীবনে এখনও ঘটেনি। আর বিয়ে করলে সেটা সকলকে জানিয়েই করবেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সালমান ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলার। তাই সাংবাদিকদের মুখোমুখি হলেই বিয়ের প্রশ্নটা তাঁর জন্য ‘কমন’। তবে এবার মজার উত্তরটা অনুরাগীদের কাছে একটু বেশিই মজার হয়েছে বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ।
Share this content: