আন্তর্জাতিকলিড নিউজ
নিজ ভাতিজাকে দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ঘোষণা মমতার

এবিএনএ : তৃণমূলের সাধারণ সম্পাদক পদ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই এবার দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারের বরাতে জানা যায়, বিধানসভায় বড় জয়ের পর প্রথম বার সাংগঠনিক বৈঠেকর ডাক দেয় তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ২ টার দিকে তৃণমূল ভবনে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারন সম্পাদক হিসেবে তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন।


তৃণমূল ভবনে দলনেতাদের কঠোর বার্তা দিয়েছন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। ‘‘কথায়-কথায় লালবাতি গাড়ি ব্যবহার করা যাবে না। গরু-কয়লা পাচারের সঙ্গে কেউ যেন না জড়ান।’’ স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে নেতাদের দলের অনুশাসন মেনে চলতে হবে।
Share this content: