বিনোদনলিড নিউজ

নিউইয়র্ক ফ্যাশন উইকে মডেল মোনালিসা

এবিএনএ: আন্তর্জাতিক ফ্যাশন জগতের মর্যাদাপূর্ণ ইভেন্ট নিউইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল মোজেজা আশরাফ মোনালিসা। গত ১০ ফেব্রুয়ারি নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত ফ্যাশন শো’তে অংশ নিয়ে তিনি বাঙালি নারীর প্রধান পোশাক শাড়িকে বিশ্বের খ্যাতিমান ডিজাইনার, কোরিওগ্রাফার ও মডেলদের সামনে উপস্থাপন করেন। ফ্যাশন শোতে সেলোয়ার কামিজ পরে রেম্পে হাঁটেন বিদেশি মডেলরাও। শো’র কোরিওগ্রাফার ছিলেন পিয়াল হোসেন। আন্তর্জাতিক ফ্যাশনের বর্ষপঞ্জিতে প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজন করা হয় নিউইয়র্ক ফ্যাশন উইক। এবার একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ‘সপ্তপর্ণা’ এতে অংশ নেয়। ফ্যাশন শো’র প্রতিটি পোশাক বাংলাদেশি ফ্যাশন হাউজ ‘সপ্তপর্ণা’র কর্নধার পারভিজ চৌধুরীর ডিজাইন করা। শো’তে বাংলাদেশি পোশাক সেলোয়ার-কামিজ পরে রানওয়েতে হাঁটেন ১২ জন বিদেশি মডেল। শো স্টপার হিসেবে সবশেষ বাংলা গানের সঙ্গে রানওয়েতে আসেন শাড়ি পরিহিতা মোনালিসা। তার সঙ্গে সঙ্গী হন আরেক বাংলাদেশি মডেল ফারহান চৌধুরী।

নিউইয়র্ক ফ্যাশন উইকে র‍্যাম্পে হাঁটছেন বাংলাদেশের মডেল মোনালিসা। 

ফ্যাশন শোতে অংশ নিয়ে আবেগআপ্লুত মোনালিসা। তিনি বলেন, এত বড় প্ল্যাটফর্মে পারফর্ম করবো এটা ভেবে শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু ফ্যাশন উইকের সার্বিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বাঙালি নারীর অহংকার ও ঐতিহ্যের পোশাক শাড়িকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।

নিউইয়র্ক ফ্যাশন উইকে বা থেকে মডেল মোনালিসা, কোরিওগ্রাফার পিয়ার হোসেন ও মডেল ফারহান চৌধুরী।

মডেল ফারহান চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার মায়ের ডিজাইন করা সেলোয়ার-কামিজ’র মাধ্যমে বাংলাদেশের পোশাক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।নিউইয়র্ক ফ্যাশন উইকের বাংলাদেশ পর্বের উপস্থাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন ওমর চৌধুরী অমি।

Share this content:

Related Articles

Back to top button