নিউইয়র্কে ট্যাক্স রিটার্নে ভুয়া তথ্য প্রদান, ৫১ মাসের কারাদণ্ড

ভুয়া বিবরণীতে ট্যাক্স ফাঁকির মামলায় স্যামুয়েল জেন্টল (৫৯) নামে এক ট্যাক্স প্রস্তুতকারীর ৫১ মাসের জেল হয়েছে। ম্যানহাটানে অবস্থিত ফেডারেল কোর্টের জজ ক্যাথি সাইবেল গত সপ্তাহে এ রায় প্রদান করেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ ইউএস এটর্নি প্রিত ভ্যারারা বলেন, মক্কেলদের জন্যেই শুধু নয়, নিজের ট্যাক্স রিটার্নেও ভুয়া ও আজগুবি তথ্য উপস্থাপন করে আইআরএস’র সাথে প্রতারণা করেছেন দণ্ডিত স্যামুয়েল। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বার্ষিক ৩২০০ জনের ট্যাক্স রিটার্নে এমন ভুয়া তথ্য উল্লেখ করে আইআরএসকে ৫ লাখ ডলারের আয় থেকে বঞ্চিত করেন। অভিযোগ পেয়ে আইআরএস এজেন্টরা ছদ্মবেশে তার কাছে যান ট্যাক্স রিটার্নের জন্যে। সে সময় তারা জানতে পারেন যে, ট্যাক্স রিটার্নের সময় আয়-ব্যয়ের সমর্থনে কোন ধরনের ডক্যুমেন্টই প্রয়োজন হচ্ছে না। নিজের খেয়াল-খুশিমত রিটার্ন দিচ্ছেন অধিক ফেরৎ পাওয়ার আশায়। এ ধরনের ভুয়া রিটার্নের বিনিময়ে উপরোক্ত সময়ে তিনি ওইসব মক্কেলের কাছে নিয়েছেন ৫ লাখ ডলার। আদালত সূত্রে জানা গেছে, ৫১ মাস জেলে থাকার পর আরও এক বছর কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে। একইসাথে তাকে জরিমানা দিতে হবে সোয়া লাখ ডলার এবং আইআরএসকে ফেরৎ দিতে হবে ২ লাখ ৯৫ হাজার ডলার।
Share this content: