বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নাসিকে নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে সংঘর্ষের শঙ্কা থাকলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার সকাল থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সুষ্ঠুভাবে ভোট হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত।’ বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, জনগণ যে রায় দিবে সে রায়ই মেনে নেবো।’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, ‘নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button