এবিএনএ : দেশের সব বিমানবন্দর থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার কাজ চলছে। ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ধীরে ধীরে দেশের অন্যসব বিমানবন্দর থেকেও এই কার্যক্রম পরিচালিত হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক। মোট কাজের ১০ ভাগ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩য় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্তির পর এরসঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান প্রথম ও দ্বিতীয় টার্মিনাল সংস্কার করা হবে। এই বিমানবন্দর হবে এই অঞ্চলের অন্যতম অত্যাধুনিক বিমানবন্দর।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান প্রমুখ।
Share this content: