
এবিএনএ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৭৮০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে শনিবার মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭টি নমুনায় পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৮০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে পুরুষ ১০৩ জন, নারী ৯২ জন। শতকরা হার বিবেচনায় পুরুষের মৃত্যুর হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ ও নারীর মৃত্যুর হার ৩১ দশমিক ৩৬ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ৬৮ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ৩৬ জন চট্টগ্রামের, ১৮ জন রাজশাহীর, ৪১ জন খুলনার, ৫ জন বরিশালের, ১ জন সিলেটের, ১৬ জন রংপুরের ও ১০ জন ময়মনসিংহের বাসিন্দা ছিলেন।
Share this content: