বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দুদকের অনুসন্ধান দলের ভাবমূর্তি নষ্টের নীলনকশার অংশ: বিএনপি

এবিএনএ : বিএনপি নেতাদের ব্যাংক হিসাব নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দলটির ভাবমূর্তি নষ্টের নীলনকশার অংশ বলে অভিযোগ করা হয়েছে। দুদকের অনুসন্ধানের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপিকে কালিমালিপ্ত করতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যা মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা অপপ্রচার। এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডার কে বা কারা চালায় তা জানতে চাই। এরা কী গোয়েন্দা সংস্থার কোনো প্রতিষ্ঠান নাকি সরকারের তা পরিষ্কার ব্যাখা দেওয়া দরকার। কেননা কথিত অনলাইন নিউজ পোর্টাল যে রিপোর্ট বেশকিছু দিন পূর্বে প্রকাশ করেছে গত সোমবার সেই রিপোর্ট আমলে নিয়ে দুদকও প্রাথমিকভাবে হ্যান্ডনোট দিয়েছে। এটা কখনও একটি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান দিতে পারেনা। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সারা জীবনই সাত কোটি টাকা লেনদেন করেছি কি না মনে হয় না। আসলে এটা নোংরা রসিকতা। দুদক মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে। তারা স্বাধীন বলে দাবি করে। আসলে কি তারা স্বাধীন?

তিনি বলে, যারা বা যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান এ ধরনের ভিত্তিহীন রিপোর্ট দিয়ে নোংরা খেলায় মেতে উঠেছেন তাদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানহানির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব অভিযোগ একদলীয় শাসন কায়েমের অংশ। আসলে সরকার আর্থিক খাঁত ধ্বংস করে টাকা লুট করেছে। দুর্নীতি আজকে একদলীয় হয়ে গেছে। তিনি বলেন, ২৫ টি অনলাইন পোর্টাল খুলেছে আওয়ামী লীগ একদলীয় প্রচারণার জন্য; বিরোধী রাজনীতির মতামতকে ধ্বংস করতে। কারণ ইতোমধ্যে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে শুধু ক্ষমতা দখলের জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসা করি, লেনদেন হতেই পারে। অভিযোগ বানোয়াট। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। দুদককে বলবো জনগণের টাকায় আপনাদের প্রতিষ্ঠা করা হয়েছে। জনগণকে হয়রানি করবেন না। বরং সুষ্ঠু তদন্ত করুন। নইলে এই দেশ ধ্বংস করার ষড়যন্ত্রে আপনারা দায়ী থাকবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আসলে সরকার দুদককে দিয়ে নতুন প্রকল্প খুলেছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচন করতে চায়। কিন্তু সেটা তারা করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ। সম্প্রতি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই নেতাদের মধ্যে রয়েছেন- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, মোর্শেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, হাবিব-উন-নবী খান সোহেল, তাবিথ আউয়াল।

Share this content:

Related Articles

Back to top button