
এবিএনএ: আগামী নির্বাচনে ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আপনাদের কাছে আমার এই আবেদন থাকবে, জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নৌকা মার্কায় ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন ভোট দেবেন।’আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের দারিদ্র যেখানে ৪০ ভাগ ছিল, তা ২১ ভাগে নেমে এসেছে। এর আগে যেভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতে সেভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে এই দারিদ্রসীমা আমরা যাতে আরও পাঁচ থেকে ছয় ভাগ কমিয়ে আনতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে আমরা ভিক্ষুকমুক্ত করব। যারা কর্মক্ষম না, তাদেরকে আমরা ভাতার ব্যবস্থা করে দেবো। এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ। কেউ ভিক্ষুক থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না। কেউ অশিক্ষিত থাকবে না। আমাদের যুব সমাজ, আমাদের তরুণরাই আমাদের শক্তি।’প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যেই এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা এখানেই থেমে থাকছি না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ। শত বছরে বাংলাদেশ কীভাবে উন্নত হবে, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। ২১০০ সালের পরিকল্পনাও আমরা নিয়েছি। এজন্য দরকার আওয়ামী লীগের ক্ষমতায় থাকা।’‘বাংলার মানুষ যেন ভালোভাবে বাচতে পারে’ এটা নিজের কর্তব্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ যেন দুবেলা পেট ভরে খেতে পারে। প্রতিটি মানুষের ঘর থাকবে। কোনো মানুষ গৃহহারা থাকবে নাÑএটাই আমি চাই। ইতিমধ্যে আমি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি, কোনো মানুষ যেন গৃহহারা না থাকে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাবে।’এ সময় ময়মনসিংহ বিভাগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘খালি বিভাগ নামকাওয়াস্তে না। এই বিভাগে একটা বিভাগীয় সদর দপ্তর করার প্রকল্পের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যে কাজগুলি আমরা করেছি, সেই কাজগুলি সম্পন্ন করতে হবে।’‘‘রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালবাসা, দিয়ে গেলাম তাই’-একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিজের নির্বাচনী জনসভায় এভাবেই ময়মনসিংহবাসীকে বিদায় জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই জনসভায় উপস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে নৌকার বিজয়ের প্রধান হাতিয়ার হবে বাংলাদেশের নারীরা। এছাড়া দেশে ১৬ কোটি মানুষের ১৫ কোটি মোবাইল। ১০ কোটি মানুষের ঘরে ঘরে এখন ইন্টারনেট আছে বলেও তিনি জানান।জনসভায় আরও বক্তব্য দেন— কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক ইকরামূল হক টিটু প্রমুখ।
Share this content: