জাতীয়বাংলাদেশলিড নিউজ

তেজকুনিপাড়া বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

এবিএনএ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও আটটি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Share this content:

Back to top button