
শুক্রবার (০৯ ডিসেম্বর) বনানীতে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট জনপ্রিয় এ বার্গার চেইনের উদ্বোধন করেন। বার্গার কিংয়ের ঢাকার এই নতুন শাখা ভোজন রসিকদের জন্য সুখবরই বটে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সারা বিশ্বে ৬১টি দেশে এর ১২ হাজারেরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে ৬৬% মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি ৯০% বেসরকারি ভাবে পরিচালিত হয়। বার্গার কিং শুরু হয় ১৯৫৩ সালে।
Share this content: