জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন তাপস

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের বিষয়ে বিকেল ৩টায় অনলাইনে ব্রিফিং করবেন নবনির্বাচিত মেয়র তাপস।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

Share this content:

Related Articles

Back to top button