
এবিএনএ : ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাঁর অন্যতম বৃহৎ শত্রু হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সিবিএস নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। স্কটল্যান্ডের টার্নবেরি গলফ প্রাঙ্গণে ট্রাম্পের সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়। সাংবাদিক ট্রাম্পের কাছে প্রশ্ন রাখেন, এ মুহূর্তে তাঁর বড় শত্রু কে? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প ইইউ’র নাম বলেন। ট্রাম্প বলেন, ‘আমাদের অনেক শত্রু আছে। আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন একটা শত্রু। এখন আপনি ইউরোপীয় ইউনিয়ন ছাড়া ভাবতে পারবেন না, কিন্তু তারা শত্রু।’উপস্থাপক জেফ গ্লর বলেন, ‘অনেক মানুষ আশ্চর্য হবেন এটা শুনে যে চীন ও রাশিয়ার আগে ইইউ আপনার শত্রু।’ট্রাম্প বলেন, ‘ইইউ অত্যন্ত কঠিন। আমি এসব দেশের নেতাদের শ্রদ্ধা করি। কিন্তু বাণিজ্য বিবেচনায় নিলে তারা আমাদের থেকে সুবিধা নিয়েছেন।’
Share this content: