বিনোদন

ট্রেলরটি দেখেছেন এক কোটির বেশি মানুষ

এবিএনএ : সাম্প্রতিক কালে বলিউডে উষ্ণ-অন্তরঙ্গ দৃশ্যে নিয়ে একের পর এক ছবি  তৈরি হচ্ছে । ‘হেট স্টোরি’ থেকে ‘ইশ্ক জুনুন’ সব সিনেমায় ইরোটিক থ্রিলারের ‘ট্যাগ’ দিয়েই লঞ্চ করা হয়েছে ট্রেলার। তবে ট্রেলার যতটা  না মানুষের আগ্রহ তৈরি করতে পারে , তার চেয়ে বেশি মানুষদের আগ্রহ করে উষ্ণ-অন্তরঙ্গ-নগ্ন দৃশ্যের জন্যই এই সিনেমাগুলো এবার এই তালিকায়  নতুন নাম হিসাবে সংযোজন হতে চলেছে ‘ওয়াজা তুম হো’।

এক সপ্তাহ হয়েছে মুক্তি পেয়েছে ‘ওয়াজা তুম হো’ ছবির ট্রেলর। আর ট্রেলরটি মুক্তি পেতেই ঝড় উঠেছে ইউটিউবে। ইতিমধ্যেই ট্রেলরটির ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৩৭ লাখের বেশি মানুষ।

বিশাল পান্ডিয়া নির্দেশিত ক্রাইম থ্রিলার ‘ওয়াজা তুম হো’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানা খান, গুরমিত চৌধুরী, শরমন যোশী ও রজনীশ দুগ্গল। ছবির ট্রেলরের পরতে পরতে শুধুই যৌন আবেদন। এমনকী একটি দৃশ্যে কার্যত ‘সেক্স’ করার ইঙ্গিতও রয়েছে। এছাড়াও ছবির ‘হট কোশেন্ট’ বাড়াতে রয়েছেন জারিন খান ও শার্লিন চোপড়া।

Share this content:

Back to top button