
এবিএনএ : করোনাভাইরাস আক্রান্ত বেড়ে যাওয়ায় যাত্রীবাহী ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণ রোধে অন্যান্য বিধি, যেগুলো ইতোপূর্বের নির্দেশনায় ছিল, সেগুলো অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খুবই জরুরি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) সরদার সাহাদৎ আলী বলেন, ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আগাম যারা টিকিট কেটে রেখেছেন, তাদের কোনো সমস্যা হবে না। তাদের টিকিট বলবৎ থাকবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছেই। একদিনে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত পাঁচ হাজার ১৮১ জন। গত বছরের ২ জুলাই করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন। এরপর এটিই সর্বোচ্চ। এছাড়া এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।
Share this content: