আমেরিকালিড নিউজ

ট্রাম্পকে বিষ মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যাচেষ্টা! নৌসেনা আটক

এবিএনএ: বিষ মিশ্রিত চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন সাবেক এক মার্কিন নৌসেনা। এ অভিযোগে উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি নামে এক ব্যক্তিকে শনিবার আদালতে অভিযুক্ত করা হয়েছে। ১ অক্টোবর মার্কিন প্রেসিডেন্টের কাছে ‘রাইসিন’ নামক মারাত্মক বিষ মিশ্রিত চিঠি পাঠিয়েছিল ওই নৌসেনা।এলেনের বিরুদ্ধে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  জিম ম্যাটিস,এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও চিঠিতে ক্যাস্টর বীজ পাঠানোর অভিযোগ আনা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সল্ট লেক সিটির লোগান শহরের বাড়ি থেকে গত বুধবার অভিযুক্ত অ্যালেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তিনি ওই চিঠিগুলো পাঠানো বিষয়টি স্বীকার করেন।শনিবার তাকে সল্ট লেক সিটির একটি আদালতে নেওয়া হয়। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। এর আগে গত শুক্রবার তার বিরুদ্ধে মামলা করা হয়।এলেন দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাবাসের সাজা হতে পারে বলে জানিয়েছেন সল্ট লেক সিটির মার্কিন অ্যাটর্নি অফিসের মুখপাত্র মেলোডি রায়দলচ।আসামিপক্ষে নিযুক্ত তার আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।কর্তৃপক্ষ জানিয়েছে, চিঠিগুলো কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে পৌঁছায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলেন তদন্তকারীদের জানিয়েছে, সে এই চিঠিগুলোর মাধ্যমে কেবল ‘একটি বার্তা’ পাঠাতে চেয়েছিলেন। এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি।এর আগেও এলেনের বিরুদ্ধে ২০১৫ সালে সিআইএ এর কাছে বারাক ওবামাকে প্রাণনাশের হুমকি দিয়ে মেইল পাঠানোর অভিযোগ রয়েছে। এছাড়া গত বছর টেক্সাসে অবস্থিত বিমান বাহিনীর ভবনে বোমা হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Share this content:

Back to top button