ট্রাম্প সরালেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। অন্তর্বর্তী সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানান ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়ালৎসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী দূত হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে তার। ট্রাম্প বলেন, “তিনি (ওয়ালৎস) আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।”
এর আগে বৃহস্পতিবার বিভিন্ন সূত্র জানায়, ওয়ালৎসের অপসারণ আসন্ন। উল্লেখযোগ্যভাবে, রুবিওর আগেও এমনভাবে একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার, সেটি ছিল ১৯৭০-এর দশকে।
ওয়ালৎসের পদ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়, যখন তিনি একটি নিরাপত্তাবিষয়ক বার্তার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করেন। যদিও সে সময় তাকে বরখাস্ত করা হয়নি, তবে ওই ঘটনার পর থেকেই তার কর্তৃত্ব ও প্রভাব ক্রমশ কমে আসছিল।
এছাড়া ওয়ালৎসের ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স ওংও শিগগিরই তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
Share this content: