ট্রাম্প নারীদের উত্যক্তকারী : হিলারি

এবিএনএ : নারীদের উত্যক্ত করেন ট্রাম্প। এমন মন্তব্য করেছেন হিলারি। তিনি বলেন, নারীরা দেখতে কেমন- সেসব নিয়ে বাজে মন্তব্য করেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে নারীদের উত্যক্তকারী বলেছেন হিলারি।
ট্রাম্প ৩০ বছর ধরে নারীদের অবমাননা, তাদের সঙ্গে অশালীন আচরণ এবং তাদের অপমান করে ইতিহাস রচনা করেছেন।
এদিকে, হিলারিকে দুর্নীতিবাজ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হিলারি আমেরিকার হেলথ কেয়ারকে চিরতরে ধ্বংস করবেন বলেও মন্তব্য করেছেন এই ধনকুবের ব্যবসায়ী।
ফ্লোরিডার ওই র্যালিতে হিলারির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদো। এই সাবেক সুন্দরীকে ট্রাম্প ‘শুয়োর শাবক’ বলে রসিকতা করেছিলেন।
অ্যালিসিয়া ট্রাম্প সম্পর্কে বলেন, ‘তিনি খুব নিষ্ঠুর। তার বাজে মন্তব্যের কারণে আমি বহুদিন মানসিক সমস্যায় ভুগেছি।’
Share this content: