খেলাধুলালিড নিউজ

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো

এবিএনএ : ঘটনাটি ২০০৪ সালে কার্ডিফ মাঠে। ছিপছিপে গড়নের পতুর্গালের এক ফুটবলার বড় মঞ্চে জিতলেন প্রথম শিরোপা। শুধু শিরোপা জিতেননি, নিজে গোল করে শিরোপা জিতিয়েছিলেন।
এফ এ কাপের ফাইনালে ৩-০ গোলে মিলওয়ালকে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা উঠল রেড ডেভিলদের হাতে। তাদের জয়ের নায়ক পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। বড় মঞ্চে সেবারই প্রথম কোনো শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হয় রোনালদোর।
১৩ বছর পর কার্ডিফে নুতন ইতিহাস লিখলেন রোনালদো। হাঁটি-হাঁটি পা-পা এগোতে এগোতে আজ রোনালদোর প্রাপ্তির খাতায় যোগ হয়েছে আরও ১৯টি শিরোপা। সবশেষ শিরোপা ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের চ্যাম্পিয়নস লিগ। শনিবার রাতে রোনালদোর রিয়াল মাদ্রিদ ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। ফাইনালের মঞ্চে জোড়া গোল করেছেন রোনালদো। দ্বিতীয় গোল দিয়ে প্রতিযোগীতামূলক ফুটবলে ৬০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন সিআর সেভেন।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন রোনালদো। ২৯২ ম্যাচে রেড ডেভিলদের হয়ে ১১৮ গোল করেন রোনালদো। রিয়ালে যোগ দেওয়ার পর পর্তুগিজ তারকার গোলের ক্ষুধা আরও বেড়ে যায়। ৩৯৪ ম্যাচে রিয়ালের জার্সিতে রোনালদো গোল করেছেন ৪০৬টি। এছাড়া লিসবন স্পোর্টিংয়ের হয়ে ৩১ ম্যাচে পাঁচবার লক্ষ্যভেদ করেছেন।
জাতীয় দলের হয়েও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন রোনালদো। পর্তুগালকে ইউরোর স্বাদ দেওয়া রোনালদো জাতীয় দলের জার্সিতে গোল করেছেন ৭১টি।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছয় মৌসুমে একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন রোনালদো। এরপর রিয়ালের জার্সিতে এ মুকুট পড়েছেন আরও তিনবার। এবারের মৌসুমে ৫১ গোল করা রোনালদো মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করেছেন ৪২টি, যা যে কোনো ফুটবলারের পক্ষে সর্বোচ্চ।
সব মিলিয়ে ৩২ বছর বয়সি এ ফুটবল তারকা ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ক্যারিয়ারের শেষ পর্যন্ত এ পারফরম্যান্স অব্যাহত থাকলে রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের আসনে বসবেন তা বলার অপেক্ষা রাখে না।

Share this content:

Back to top button