আন্তর্জাতিকলিড নিউজ

জেলকর্মীদের হুমকি দিচ্ছেন রাম রহিম!

এবিএনএ : দুই সাধ্বীকে ধর্ষণের সাজা ভুগছেন। মাথার উপর খাঁড়া ঝুলছে আরও। তার বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগও। এত অপরাধ করার পরে জেলে গিয়ে কতটা অনুতপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম? অনেকেই ভাবছেন, নিশ্চয়ই অনুতপ্ত তিনি। কারণ কান্নাটা তো শুরু হয়ে গিয়েছিল সেই আদালত থেকেই। এখন জেলে বসেও হয়তো তাই-ই করছেন। কিন্তু তা কিন্তু নয়। বেরিয়ে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেলে থেকেও বিন্দুমাত্র তেজ কমেনি গুরমিতের। সাংবাদিক সঞ্জীব মহাজনের দাবি, জেলকর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখায় বাবা। মন্ত্রী-আমলাদের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা জানিয়ে জেলকর্মীদের এই হুমকি দিয়েছে ধর্মগুরু।

Share this content:

Back to top button