
এবিএনএ : সাকিবের অলরাউন্ড নৈপুণ্য ও তামিম ইকবালের অনবদ্য ব্যাটে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মাশরাফিরা। এ জয়ের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার তামিম ইকবাল। ৯৩ বলে ৮ চার ও এক ছক্কায় এই রান করেন তামিম। এছাড়া সাকিব ৩৭ ও মুশফিক ১৪ রান করেন।
সাকিব-তামিমদের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ১৭০ রানেই অলআউট হয়। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সেকান্দার রাজা। এছাড়া ৩৩ রান আসে পিটার মুরের ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব নেন ৩ উইকেট। এছাড়া রুবেল ও মোস্তাফিজ দুটি করে উইকেট ভাগাভাগি করেন। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশ দলকে অভিনন্দন: টাইগারদের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Share this content: