বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জামায়াতকে বিএনপি ছাড়বে, তা আমার হিসেবে আসে না : কাদের

এবিএনএ: কৌশলগত কোনো বিষয় না, আদর্শগতভাবে বিএনপি জামায়তকে ছাড়বে এমনটি হিসেবে মেলে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা স্ট্রাটেজিক কোনো বিষয় না, আদর্শগতভাবে জামায়াতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামায়াতকে ছাড়বে এমনটি আমার হিসেবে আসে না।’ মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে কারা থাকলো না থাকলো তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তবে বেশ কিছু দল স্বতন্ত্র হিসেবে প্রার্থী দেবে। ’

আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোড়েন আছে। লন্ডনে পালিয়ে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলবে তাই করবে ছাত্রদল।’

Share this content:

Related Articles

Back to top button