জাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতিসংঘ মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্বে তৌফিক-ই-এলাহী

এ বি এন এ : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এক আদেশে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য জাতিসংঘ মিশনে ঐ দায়িত্ব দিয়েছে। তার নতুন পদে যোগ দেয়ার দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারো একই পদে নিয়োগ পান তিনি।

Share this content:

Related Articles

Back to top button