আমেরিকালিড নিউজ

জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ায় চীন ও রাশিয়াকে যুক্তরাষ্ট্রের তিরস্কার

এবিএনএ: জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তোপের মুখে পড়েছেন চীন ও রাশিয়ার নেতারা। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ সম্মেলনে অংশ না নেওয়ায় তাদের সমালোচনা করেছেন বাইডেন। গতকাল মঙ্গলবার রাতে দেওয়া এক বক্তব্যে বাইডেন বলেন, জলবায়ুর মতো একটি বিশাল সমস্যা থেকে চীন তার মুখ ফিরিয়ে রেখেছে। সে সময় রাশিয়া ও পুতিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। যদিও চীন ও রাশিয়া বৃক্ষ নিধন কমানোর অঙ্গীকারের চুক্তিতে স্বাক্ষর করেছে।

এদিকে, সম্মেলনে জো বাইডেনের বক্তব্যের আগে প্রেসিডেন্ট পুতিন বন ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। বৈঠকে পুতিন বলেছেন, ‘রাশিয়া বন সংরক্ষণে সবচেয়ে কঠোর এবং জোরালো পদক্ষেপ নিয়েছে।’ পরে চীন, রাশিয়া ও সৌদি আরবসহ অন্যান্য দেশের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে চীন ও রাশিয়ার সমালোচনা করে মন্তব্য করেন বাইডেন। সে সময় সম্মেলনে শি চিনপিংয়ের অনুপস্থিতিকে ‘বড় ভুল’ বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে কটাক্ষ করে বাইডেন বলেন, রাশিয়ার বনভূমি দাবানলে ধ্বংস হয়ে গেলেও দেশটির প্রেসিডেন্ট চুপ থেকেছেন।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শীর্ষ নেতা শি চিনপিং কেউই এই জলবায়ু সম্মেলনে অংশ নেননি। তবে ১৪ নভেম্বর পর্যন্ত দু’সপ্তাহব্যাপী এই সম্মেলনের আলোচনায় অংশ নেওয়ার জন্য দু’দেশই তাদের প্রতিনিধি পাঠিয়েছে। বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ চীন, তাদের পরের স্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়ার অবস্থান পাঁচ নম্বরে। তিন ও চারে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button