এবিএনএ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালীন এলএলএম কোর্সের বি সেকশনের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার রাত ১২টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার না করলে রোববার বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় জবির শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের গ্রেফতার করার দাবি জানান। বেঁধে দেওয়া সময় সীমার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে আগামী রোববার সর্বাত্বক ছাত্র ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে জবি শাখা প্রগতিশীল ছাত্র ছাত্রজোট।
বুধবার রাতে ৯টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুরে নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
Share this content: