জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘জঙ্গি হামলায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেনি’

এ বি এন এ : সাম্প্রতিক জঙ্গি হামলা দেশের ব্যবসা-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। সবকিছু স্থিতিশীল রয়েছে। কোনো বিদেশি ক্রেতা চলে যায়নি এবং কোনো রপ্তানি আদেশও বাতিল হয়নি। কোনো কোনো মহল এসব নিয়ে মিথ্যে প্রপাগান্ডা চালাচ্ছে। তবে এ ঘটনায় নিরাপত্তা নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তাদের এ আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আর আস্থা ফিরিয়ে আনার জন্য সরকারকে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এ সব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ, মেট্রোপলিটন চেম্বার সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, স্কয়ার গ্রুপের তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মইন উদ্দিন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাটিকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, এখানে কোনো রাজনীতি টেনে আনা উচিত নয়। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতিও আহবান জানান তারা। সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করে ব্যবসায়ীরা আরো বলেন, বিশ্ববাসী তাকিয়ে আছে এ ঘটনায় সরকার কী পদক্ষেপ নেয়। এটাই এখন মূখ্য বিষয়। প্রারম্ভিক ও সমাপনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এসব জঙ্গি হামলার মূল কারণ হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যহত করা। কিন্তু কোনোকিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। গ্রাম-গঞ্জের মানুষও এখন সচেতন। জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে। বিদেশিরা সরকারের কাছে নিরাপত্তা চাইলে তাদের আরও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Share this content:

Back to top button