বিনোদনলিড নিউজ

ছাড়া পেলেন অভিনেত্রী সানাই, মুছে ফেলবেন ভিডিও

এবিএনএ: জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। আজ রোববার দুপুর ৩টার দিকে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নাজমুল ইসলাম জানান, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। এ সময় সানাই তার ভিডিওগুলোর জন্য ক্ষমা চেয়েছেন এবং সেগুলো মুছে ফেলতে সম্মত হয়েছেন। একইসঙ্গে তিনি মুচলেকাও দিয়েছে যে, কখনো আর এ ধরনের ভিডিও তিনি ইন্টারনেটে ছড়াবে না। তবে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার পরবর্তী কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। এর আগে অতিরিক্ত উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

ঢাকার চলচ্চিত্রে নবাগত সানাই মাহবুব সুপ্রভা। এখন পর্যন্ত অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে কোনো ছবি এখনো মুক্তি পায়নি। খুব শিগগির তার একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button