আন্তর্জাতিক

চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধেও ‘অভিযোগের তীর’

এবিএনএ : পানামার একটি ল’ ফার্মের ফাঁস হয়ে যাওয়া এক কোটি ১৫ লাখ গোপন নথির মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার পরিবারের বিদেশে গোপন অ্যাকাউন্ট রয়েছে বলে ইঙ্গিত প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিয়ে শুরু হওয়া তদন্তে বেশ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের নাম আছে।

এদের মধ্যে মধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইউক্রেইনের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের বাদশার নামও আছে।

পাশাপাশি ফুটবল ক্লাব বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যানেরও নাম আছে।

তবে এসব নামের মধ্যে সবচেয়ে বিস্ময়কর নামটি সম্ভবত চীনা প্রেসিডেন্টের নাম। নিজ দেশে সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট শি।

দেশটির দুর্নীতিবিরোধী এই অভিযানে দেশের শীর্ষ পদগুলোতে আসীন কমিউনিস্ট পার্টির অনেক নেতা ধরাশায়ী হয়েছেন।

কিন্তু ফাঁস হওয়া নথিপত্রে সেই চীনা প্রেসিডেন্ট শি ও তার পরিবারের সদস্যদের বিদেশে গোপন ব্যাংক একাউন্ট আছে এমন ইঙ্গিত প্রকাশ পেয়েছে।

Share this content:

Back to top button