আমেরিকালিড নিউজ

চীন-যুক্তরাষ্ট্র ‘বাণিজ্য যুদ্ধ’ স্থগিতের ঘোষণা

এবিএনএ: চলমান তিক্ত বাণিজ্য যুদ্ধ ৯০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। শনিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের পর এ ঘোষণা আসে। বৈঠকে আগামী ১ জানুয়ারি থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তও স্থগিত হয়েছে । নতুন বছরের শুরুতে ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা আমদানি পণ্যে শুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এখনো সম্মত হয়নি তবে সম্মত হবে এমন উল্লেখযোগ্য পরিমাণ কৃষি, জ্বালানি, শিল্পপণ্য ও অন্যান্য পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন।’
হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা শিগগিরই বাধ্যতামূলক প্রযুক্তি স্থানান্তর, মেধাসত্ত্ব সম্পত্তি সংরক্ষণ, শুল্কমুক্ত বাধা, সাইবার অনুপ্রবেশ ও চুরি, চাকরি ও কৃষিখাতের অবকাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা শুরুর ক্ষেত্রেও  সম্মত হয়েছেন। এ ‘লেনদেন’ আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন না হলে চীনা পণ্যের ১০ শতাংশ শুল্ক ২৫ শতাংশে উন্নীত হবে।

Share this content:

Related Articles

Back to top button