আন্তর্জাতিকলিড নিউজ
চিকিৎসার নোবেল পেলেন হল, রসব্যাশ ও ইয়ং

এবিএনএ : চিকিৎসায় ২০১৭ সালের নোবেল যৌথভাবে পেয়েছেন জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডবিউ ইয়ং। বায়োলজিক্যাল ঘড়ির কর্মপদ্ধতি আবিষ্কার করার জন্য নোবেল পেয়েছেন এই জীববিজ্ঞানীরা।
নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়, জীবজগত পৃথিবীর আবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়। অনেক দিন ধরেই আমরা জানি মানুষসহ সব প্রাণীর একটি বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে যার মাধ্যমে দিনটি কেমন যাবে সেটা অনুমান করার পাশাপাশি নিজেকে মানিয়ে নেয়। সেই ঘড়ির কর্মপদ্ধতি জেফরি সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং ব্যাখ্যা করেছেন এবং কিভাবে সেটি কাজ করে তার ধারণা দিয়েছে। তাদের আবিষ্কার দেখিয়েছে কিভাবে গাছ, প্রাণী ও মানুষ কিভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাদের জৈবিক ছন্দ মিলিয়ে নেয়।
Share this content: