
এবিএনএ: ন্যায্যমূল্য নিশ্চিতে চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধান কিনবে সরকার। একই সঙ্গে ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে। আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়ে তা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের প্রতি নজর রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতোপূর্বে আমনে ধান কেনা হয়নি। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে এবার ৬ লাখ টন ধান সংগ্রহ করব। তিন লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহ করব মিলারদের কাছ থেকে। ৫০ হাজার টন আতপ চাল মিলারদের কাছ থেকে কেনা হবে।’ তিনি বলেন, ‘ধান কেনা হবে প্রতি কেজি ২৬ টাকা দরে। চাল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা কেজি দরে কেনা হবে।’
আগামী ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘১ ডিসেম্বর থেকে চাল কেনা শুরু হবে। ১০ নভেম্বরের মধ্যে কৃষি বিভাগ আমাদের প্রান্তিক চাষীদের তালিকা দিয়ে দেবেন। এই তালিকা ইউনিয়ন ওয়েবসাইটে চলে যাবে। সেই তালিকা নিয়ে আমাদের উপজেলা সংগ্রহ কমিটি যাচাই-বাছাই করবে। কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।’
Share this content: