জাতীয়বাংলাদেশলিড নিউজ

চট্টগ্রামে পুলিশের ‘ব্লক রেইডে’ ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার

এবিএনএ : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় ‘ব্লক রেইড’ অভিযানে মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত চট্টগ্রামে ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করে এগুলো জব্ধ করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর রাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় শতাধিক পুলিশ মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনি ঘিরে অভিযান চালায়। এসময় কলোনির একটি স্থানের মাটি খুঁড়ে বড় বড় ড্রামে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
১১ বস্তায় প্রায় ২ হাজার তিনশ’ ছয়টি ফেনসিডিলের বোতল রয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আবদুর রউফ বলেন, নগরীর বরিশাল কলোনিতে বস্তি গড়ে উঠেছে। এই স্থানটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এখানে মাদকবিরোধী অভিযানে এসে বেশ কয়েকবার পুলিশ বাধার সম্মুখিন হয়েছেন। এমনকি পুলিশের ওপর হামলাও হয়েছে।
তিনি বলেন, তাই গোপন সংবাদের ভিত্তিতে আজ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে কলোনিটিতে ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করা হয়।

Share this content:

Related Articles

Back to top button