জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঘরমুখো মানুষের ভোগান্তিতে সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ

এ বি এন এ : ঈদকে সামনে রেখে কয়েকটি মহাসড়কে যাত্রী ভোগান্তির কারণে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার  সকালে রাজধানীর  মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গঠিত ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দৌলতদিয়া ঘাট, ঢাকা-টাঙ্গাইলের একটা অংশ, ঢাকা-চট্টগ্রামের একটা অংশ চার লেন ও আট লেনের গাড়ি যদি দুই লেনের ব্রিজে উঠে তাহলে সমস্যা সেখানে হবেই। কোনো ব্লেইমগেম নয় মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশে লজ্জা নেই। এ সময়ে মন্ত্রী সেখানে বিআরটিএসহ বিভিন্ন পরিবহন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার পর ঘরমুখো মানুষের সঙ্গে কথা বলেন।
এদিকে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে করেন সেতুমন্ত্রী।
এ সময়ে ঈদের ছুটিতে সারাদেশে মহাসড়কগুলো যানজটমুক্ত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে দেশের আর কোন স্থানে যানজট হওয়ার সম্ভাবনা নেই। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে।

 

Share this content:

Related Articles

Back to top button