জাতীয়বাংলাদেশলিড নিউজ

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র হলেন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ

এবিএনএ: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর নির্বাচিত দুইজন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলরের সমন্বয়ে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ধারা ২০(২) এর বিধান মতে প্যানেল মেয়র গঠন করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-২ এর উপ সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এটি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাচ্ছেন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। নির্বাচিত প্যানেল মেয়ররা হলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা এবং ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচিত প্যানেল মেয়রের তালিকায় প্রথমে যার নাম আছে তিনিই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন এবং পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বিএনপি মনোনীত দলীয় মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ থেকে বরখাস্ত করার পর কাউন্সিলর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছিলেন।

Share this content:

Related Articles

Back to top button