আমেরিকালিড নিউজ

খাশোগি হত্যাকাণ্ড আড়ালের চেষ্টা করছেন ট্রাম্প : হিলারি

এবিএনএ: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির সঙ্গে যা ঘটেছে তা আড়ালের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছেন।’গত মঙ্গলবার কানাডার টরন্টোতে এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করে হিলারি বলেন, ‘আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যার নিজের ও তার ঘনিষ্ঠদের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ রয়েছে।’এদিকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা,সৌদি নাগরিকদের ওপর অত্যাচার-নিপীড়ন এবং সর্বশেষ সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেয়ায় যুদ্ধাপরাধের দায়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কাঁঠগড়ায় দাঁড় করানোর চিন্তা করছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।ইতিমধ্যেই মামলার প্রস্তুতি নিচ্ছেন দেশটির আইনজীবীরা। খাশোগি হত্যার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে চলতি সপ্তাহে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে যুবরাজের। সম্মেলনে যোগ দিতে বুয়েন্স আয়ার্সে পৌঁছালেই গ্রেপ্তার হতে পারেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী মেদলুভ কাভুসোগলু এক বিবৃতিতে বলেন, ‘সৌদি যুবরাজ  তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোনে অনুরোধ করে বলেছেন বুয়েন্স আয়ার্সে তাদের সাক্ষাৎ সম্ভব কিনা।’ জবাবে এরদোয়ান বলেছেন, ‘দেখা যাক কি হয়।’অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জি ২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোনও পরিকল্পনা ট্রাম্পের নেই।হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, জি-২০ সম্মেলনে প্রেসিডেন্টের অনেক কর্মসূচি রয়েছে। তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আমার মনে হয় বাড়তি আর কোনও কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে না। সাক্ষাৎ হোক বা না হোক, প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না।৩০ নভেম্বর থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে শিল্পোন্নত ২০ দেশের জোট (জি টোয়েন্টি) এর দুই দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।  যেখানে তুরস্ক, চীন, জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন ট্রাম্প।

Share this content:

Related Articles

Back to top button